1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

শাহজালাল বিমানবন্দরে ১ লাখ ডলারসহ দুই মার্কিন নাগরিক আটক

  • প্রকাশকাল : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

এমপি সার্কেল, অনুসন্ধান ও কেস স্ট্যাডি ডেক্স:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকা সমমানের মার্কিন ডলারসহ দুইজনকে আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। আটক মোহাম্মদ জসিম উদ্দিন (৩৯) ও মোহাম্মদ রেজাউল (৫৯) বাংলাদেশি বংশোদ্ভূত ওই দুই মার্কিন নাগরিক।

বিমানবন্দরের ৫ নং আইএনএস গেটের স্ক্যানিং থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে তাঁদের আটক করা হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বলেন, ‘বিমানবন্দরের প্রি-বোর্ডিং চেকে দুই জনকে ১ লাখ মার্কিন ডলারসহ আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। তাঁরা এসব ডলার বহনের কোনো অনুমতি দেখাতে পারেনি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিমানবন্দরের পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘আটককৃতরা কাতার এয়ারওয়েজের কিউআর–৬৪১ ফ্লাইটে দোহা যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন।’

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বহির্গামী ওই দুই যাত্রীকে দুপুরে আটক করা হয়েছে। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।’

তিনি বলেন, ‘মানিলন্ডারিংয়ের অভিযোগে তাঁদের স্ক্যানিংয়ের সময় ধরা হয়। পরে কাস্টমসের অ্যান্টি মানিলন্ডারিং টিম গিয়ে উদ্ধার করে। তাঁদের কাছ থেকে ১ লাখ মার্কিন ডলার জব্দ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ টাকা।’

কাস্টমস কর্মকর্তা মামুন আরও বলেন, ‘এ ঘটনায় বিমানবন্দর থানায় মানিলন্ডারিংয়ের অভিযোগে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ডলারসহ বাংলাদেশি বংশোদ্ভূত দুই আমেরিকান নাগরিককে আটক করা হয়েছে। অ্যানডোর্সমেন্ট ছাড়াই ডলার নেওয়ার চেষ্টা করেছিলেন তারা।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক ওই দুইজন শুক্রবার (২৬ জানুয়ারি) কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে (কিআর ৬৪১) যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) তল্লাশিতে তাদের সঙ্গে ১ লাখ ডলার থাকার বিষয়টি ধরা পড়ে। এই ডলার নেওয়ার বিষয়ে কোনো অনুমতি ছিল না তাদের।

দুই যাত্রীর পরিচয় প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com