1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতা নিশ্চিত করছেন: দ্য গার্ডিয়ান

  • প্রকাশকাল : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

এমপি সার্কেল, আনন্দ-বিনোদন ও বিশেষ প্রতিবেদন ডেক্স:
নির্বাচনের মাধ্যমে পঞ্চমবারের মতো ক্ষমতায় আসার পথ সুগম করছেন শেখ হাসিনা। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচন বয়কট করেছে প্রধান বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সকালে ভোটদানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটিকে (বিএনপি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেছেন।

এতে আরো বলা হয়, দারিদ্র্যপীড়িত দেশে শেখ হাসিনা ব্যতিক্রমী অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন। কিন্তু তার সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধী দলের নির্মম দমন-পীড়নের অভিযোগ উঠেছে।

দ্য গার্ডিয়ান আরও বলছে, শেখ হাসিনার দল যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে প্রায় কোনো কার্যকর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছে না। কিন্তু আইনসভাকে একদলীয় প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত না করার প্রচেষ্টায় কয়েকটি আসনে প্রার্থী দেওয়া থেকে বিরত থেকেছে দলটি।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকার একটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণের প্রথম ৩০ মিনিটে মাত্র তিনজন ভোট দিয়েছেন।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com