1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

ভোট দেখতে বের হবেন সিইসি ও ইসিরা

  • প্রকাশকাল : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

এমপি সার্কেল, সংসদ-মন্ত্রীসভা ও সুশাসন ডেক্স:
দ্বাদশ সংসদ নির্বাচনের দিন সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারগণ (ইসি) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ভোট পর্যবেক্ষণ করতে বের হবেন। এর আগে তারা নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন বলে নির্বঅচন কমিশন জানিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সকাল ৮টা ৩০ মিনিটে শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে ভোট দেবেন। ইসি বেগম রাশেদা সুলতানা মিরপুরের দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ইসি আনিছুর রহমান ধানমন্ডির ঢাকা সিটি কলেজে, ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান মিরপুর ডিওএইচএসের মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এবং ইসি মো. আলমগীর উত্তরা দিয়াবাড়ি একটি কেন্দ্রে ভোট দেবেন।

নির্বাচন কমিশনারদের ব্যক্তিগত সহকারীরা জানিয়েছেন, তারা সকালে ভোট দিয়ে অফিসে আসবেন।

এদিকে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে একটানা ভোট গ্রহণ চলবে। সব আসনেই ব্যালট পেপারে ভোট হবে। কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক প্রার্থিতা বাতিলসহ প্রয়োজনে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com