1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চিন্তা নেই: জিএম কাদের

  • প্রকাশকাল : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

এমপি সার্কেল, আলোচিত সংবাদ ডেক্স:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চিন্তা নেই। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবো। এ সময় ভোটের পর পরিস্থিতি দেখে পদক্ষেপ নেয়ার কথা বলেন তিনি।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রংপুর নগরীর সেনপাড়া এলাকায় স্কাই ভিউ বাস ভবনে সাংবাদিকদের কাছে নির্বাচনে থাকা না থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান জিএম কাদের।

এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, বিএনপি হরতাল ডেকেছে, এটা তাদের রাজনৈতিক কর্মসূচি। এটি তাদের অধিকার। তবে রংপুর অঞ্চলের মানুষ নির্বাচনমুখী। তারা ভোট দিতে চায়। ভোটাররা মনে করে এবার জাতীয় পার্টি তাদের প্রত্যাশা পূরণে সহায়তা করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি লোকমান হোসেন, জাহিদুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তবে এর আগে গত সোমবার জিএম কাদের বলেছিলেন, নির্বাচনে রয়েছি, শেষ পর্যন্ত থাকব কি না তা এখন বলতে পারছি না। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করছি এবং পর্যবেক্ষণ করছি।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com