1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

বিদেশি কূটনৈতিকদের নির্বাচন সম্পর্কে জানাবেন সিইসি

  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

এমপি সার্কেল, সংসদ-মন্ত্রীসভা ও সুশাসন ডেক্স:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতির বিষয়ে বিদেশি কূটনৈতিকদের জানাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকাস্থ বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক মিশন, সংস্থার প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদের কাছে নির্বাচন নিয়ে ব্রিফিং করবেন সিইসি।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

গত বছরের ২৫ ডিসেম্বর রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে থাকা বিভিন্ন দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদের ব্রিফিং করা হবে। এ সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তাদের জানানো হবে। ব্যক্তিগতভাবে না বলে সবাইকে একসঙ্গে ব্রিফিং করা হবে। কারণ, তারা বিভিন্ন সময় একে একে এসে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চাচ্ছেন। সবার জন্য এতো সময় দেয়াও সমস্যা হয়ে যাচ্ছে। যে কারণে তাদের একসঙ্গে ডেকে ব্রিফিং করা হবে।

এদিকে যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) জানায়, সারা দেশে ২৭ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৯৭০ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com