1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

ভিন ডিজেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

  • প্রকাশকাল : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

এমপি সার্কেল, আনন্দ-বিনোদন ও বিশেষ প্রতিবেদন ডেক্স:
হলিউডের জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা করেছেন তার এক সাবেক সহকারী আস্তা জোনাসন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আদালতে এ মামলাটি করেন তার প্রাক্তন সহকারী। খবর দ্য গার্ডিয়ানের।

জোনাসনের অভিযোগ, ২০১০ সালে ‘ফাস্ট ফাইভ’ সিনেমার শুটিং করেন ভিন ডিজেল-আস্তা জোনাসন। এ সিনেমার শুটিংয়ের সময়ে আটলানটা হোটেল রুমে তাকে যৌন নিপীড়ন করেন ভিন ডিজেল; এর ঠিক ১ ঘণ্টা পরই আস্তাকে চাকরিচ্যুত করেন।

এজাহারে আস্তা জোনাসন জানিয়েছেন, ঐ রাতে একাধিক নারীর সঙ্গে আনন্দ করার পর জোরপূর্বক আস্তার শরীরে হাত দেয় এবং তাকে চুম্বন করেন। এরপর হোটেল থেকে বেরিয়ে যান আস্তা।

আস্তা জোনাসনের আইনজীবী ক্লেয়ার-লিস কুটলি বলেন, ক্ষমতাবান পুরুষদের জবাবদিহিতার আওতায় আনা না হলে, কখনো কর্মক্ষেত্রে যৌন নির্যাতন বন্ধ হবে না। আমরা আশা করছি, তার (আস্তা) এই সাহসী পদক্ষেপ দীর্ঘস্থায় পরিবর্তন আনতে সাহায্য করবে।

এ বিষয়ে কথা বলতে ভিন ডিজেলের লিগ্যাল এবং জনসংযোগকর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাতে অপারগতা প্রকাশ করেন তারা। পরে এক বিবৃতিতে ভিন ডিজেলের আইনজীবী জানান, অভিযোগটির সত্যতা নেই। এটি অভিনেতা অস্বীকার করেছেন।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com