1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

ধমক খেলেন শাহরুখ কন্যা সুহানা

  • প্রকাশকাল : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

এমপি সার্কেল, আনন্দ-বিনোদন ও বিশেষ প্রতিবেদন ডেক্স:
গত ৭ ডিসেম্বর জোয়া আখতার পরিচালিত সিনেমা সদ্যই দ্য আর্চিসের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে শাহরুখ কন্যা সুহানা খানের। এরই মাঝে অমিতাভ বচ্চনের গেম-শো কৌন বানেগা ক্রোড়পতিতে এসেছিলেন সুহানা। সেখানে শাহরুখকে নিয়ে করা প্রশ্নের ভুল উত্তর দেয়ায় অমিতাভ বচ্চনের ধমক খেলেন সুহানা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সুহানাকে এদিন শাহরুখের বিষয়ে অমিতাভ জিজ্ঞেস করেন, পদ্মশ্রী, লিজিয়ন অব অনার, এলিয়ট ডি বা ভলপি কাপ এই চারটি অপশনের মধ্যে কোনো সম্মান এখনো পর্যন্ত শাহরুখ খান পাননি? চারটি উত্তরের মধ্যে সঠিকটি বেছে নিতে হবে সুহানাকে।

সুহানা নিমেষে উত্তর দেন, পদ্মশ্রী। এটা শুনে সকলেই স্তম্ভিত হয়ে যান।

এদিকে বেদং রায়ান তো বলেই দেন, এটা তুমি কী করে ভুল বলতে পারলে! ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ। তবে বাবার পাওয়া সম্মান অজানা ছিল মেয়ে সুহানার। সুযোগ বুঝে শাহরুখ-কন্যার সঙ্গে রসিকতা করতে ছাড়েননি অভিনেতা।

অমিতাভ বলেন, মেয়েই জানেই না যে বাবা কী কী সম্মান পেয়েছে! এত সহজ একটা প্রশ্ন করলাম, সেটাও পারলে না?

এপিসোড শুরুর আগে অমিতাভ সুহানাকে জিজ্ঞেস করেছিলেন যে শাহরুখ তাকে শিখিয়ে পাঠিয়েছেন কিনা। উত্তরে নবাগতা অভিনেত্রী বলেন যে তার বাবা বলেছেন অমিতাভ একটা সিনেমায় শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছেন তাই আজ যেন সুহানাকে সব সোজা প্রশ্ন করা হয়।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com