1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

সপ্তাহ ব্যবধানে রিজার্ভ বাড়ল ৩৫ মিলিয়ন ডলার

  • প্রকাশকাল : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

এমপি সার্কেল, অর্থ-বাণিজ্য ও ব্যবসায়ী সংগঠন ডেক্স:
দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কমতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে চলতি সপ্তাহে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসাবে বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী বুধবার পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগে যা ছিল ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ৩৫ মিলিয়ন ডলার।

রিজার্ভের আকার হিসেবে বৃদ্ধির পরিমাণ খুব বেশি না হলেও এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আইএমএফ, এডিবির ঋণসহ অন্যান্য উত্স থেকে পাওয়া ঋণ যোগ হওয়ার পর বৈদেশিক মুদ্রার মজুত আরো বাড়বে।

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ মিলিয়ন ডলারসহ ডিসেম্বরে বিভিন্ন উত্স থেকে এক দশমিক ৩১ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com