1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

ঢাকা টেস্ট, নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • প্রকাশকাল : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

এমপি সার্কেল, আনন্দ-বিনোদন ও বিশেষ প্রতিবেদন ডেক্স:
টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে রঙিন শুরু পেয়েছে বাংলাদেশ। যেখানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম ম্যাচে জয় নিয়ে; বাংলাদেশ সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে। সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশনে আজ শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে কিউইদের মুখোমুখি বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্ট জয়ের পর ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। ফলে উইনিং কম্বিনেশন পরিবর্তন করেনি টাইগাররা, বিশেষ করে মিরপুরে ঐতিহাসিকভাবে তিনজন স্পেশালিস্ট স্পিনার থাকে টাইগারদের সেরা একাদশে। ফলে সিলেট থেকে মিরপুরের পিচ স্পিন সহায়ক হওয়ায় এক পেসার নিয়েই খেলছে বাংলাদেশ।

তবে নিউজিল্যান্ডের একাদশে রয়েছে একটি পরিবর্তন। ইশ সোধির পরিবর্তে মিচেল স্যান্টনারকে নেওয়া হয়েছে। এদিকে অনুশীলনের সময়ে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন স্পিনার নাঈম হাসান। তার মাঠে নামা নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত সেটি কেটে গিয়েছে। গুরুতর চোট না থাকায় মিরপুর টেস্টেও খেলবেন নাঈম।

মিরপুর টেস্টে বাংলাদেশের একাদশ: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

মিরপুর টেস্টে নিউজিল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, এজাজ প্যাটেল, টিম সাউদি (অধিনায়ক)।

মিরপুর টেস্টে ধারাভাষ্য দিবেন তামিম
গত সেপ্টেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে খেলেছেন তামিম। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও তামিম ভক্তরা দেখতে চেয়েছিলেন এই বাঁ হাতি ওপেনারকে।

তবে আবেগি সিদ্ধান্তে বিশ্বকাপের দলে বিবেচনা না করার জন্য ভিডিও বার্তা দিয়ে এখন নিজের বিপদ ডেকে এনেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথটা কঠিন হয়ে গেছে তামিমের।

আগামী মাসে জাতীয় নির্বাচনের পর তামিম ইস্যুতে বিসিবি সভাপতি সিদ্ধান্ত নিবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। তবে প্রিয় ভেন্যু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠে তামিম টেস্টে না থাকলেও থাকছেন এই টেস্টে।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে ধারাভাষ্য দিবেন তামিম। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ পোষ্ট করে এ সিদ্ধান্ত জানিয়েছেন ৭০ টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন তামিম ইকবাল। নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ধারাভাষ্যেও অভিষেক হয়ে যাচ্ছে তামিমের।

ফেসবুক পেজে লিখেছেন তামিম-‘আগামীকাল বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য প্যানেলের একটি ছোট অংশে থাকব। আন্তর্জাতিক ম্যাচে এটি আমার প্রথম!’

ধারাভাষ্যের কোন সময়ে স্লট পেয়েছেন, সেই সূচিও জানিয়েছেন তামিম-‘আমার স্লটদুপুর ১২টা ৪০ মিনিট থেকে বেলা ১টা ১০ এবং ১টা ৪০ মিনিট থেকে ২টা ১০ মিনিট।ধারাভাষ্যের অভিজ্ঞতা আবারও নিতে মুখিয়ে আছি!’

ক্রিকেট ধারাভাষ্যকর হিসেবে তামিমের পরিচয় এটাই প্রথম নয়।বিপিএলের ২০২২ সংস্করণে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের এলিমিনেটর ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন। তাঁর দল মিনিস্টার ঢাকা প্লে–অফের আগেই বাদ পড়ায়ব্রডকাস্টারের অনুরোধে ধারাভাষ্য দিয়েছিলেন।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com