এমপি সার্কেল, আলোচিত সংবাদ চক্র ডেক্স:
ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। শহরটির মেয়র বলেছে্ন, যুদ্ধ শুরুর পর কিয়েভে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে কিয়েভের বাসিন্দাদের ঘুম ভাঙে বিস্ফোরণের শব্দে। ছয় ঘন্টারও বেশি সময় ধরে কিয়েভের বিমান প্রতিরক্ষা বাহিনী রুশ হামলা ঠেকাতে তৎপরতা চালায়। কিয়েভের উত্তর এবং পূর্বে দফায় দফায় ড্রোন হামলা চালানো হয়।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাজধানীতে ৭৫টির বেশি ইরানি ড্রোন দিয়ে হামলা চালায় রাশিয়া। তবে এর মধ্যে ৭৪টিই ভূপাতিত করা হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো বলেছেন, ‘হামলায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে এতে অন্তত পাঁচজন আহত হয়েছে। যার মধ্যে ১১ বছরের এক শিশুও আছে। হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি কিন্ডারগার্টেনও আছে।’
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬৪০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।