এমপি সার্কেল, গণমাধ্যম ও বিবিধ চক্র ডেক্স:
ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার আমন্ত্রণে ৩ দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বছরের দ্বিতীয় “ফরেন অফিস কনসালটেশন” বলা হলেও, সফরে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষভাবে নির্বাচন প্রসঙ্গে কথা হবে, তা স্পষ্ট করেছেন সরকারের এই শীর্ষ কূটনীতিক।
জানা গেছে, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে, রাজনৈতিক, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি, বিদ্যুৎ, অভিন্ন নদী, উন্নয়ন সহায়তা, প্রকল্প, কনস্যুলার, সংস্কৃতি সহযোগিতাসহ আঞ্চলিক ও উপ-আঞ্চলিক এবং বহুপক্ষীয় বিষয় থাকবে আলোচ্যসুচিতে। রোহিঙ্গা সংকট নিরসনেও কথা বলবেন তারা।
পাশাপাশি দিল্লিতে অবস্থান করে বাংলাদেশের জন্য দায়িত্বপ্রাপ্ত যে ৯০ দেশের দূতাবাস রয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। দূতাবাসগুলোকে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি সম্পর্কে জানানো হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও জাতীয় নির্বাচন, বিশেষ করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে জানানো হবে। আর সে বৈঠকে আসন্ন বাংলাদেশের জাতীয় নির্বাচন পরিস্থিতি নিয়ে ওই রাষ্ট্রদূতদের ব্রিফ করবেন পররাষ্ট্রসচিব।
চলতি বছর ভারত-বাংলাদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে এটা দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে কূটনীতিক পর্যায়ের বৈঠকে বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ২০১৯ সালের নির্বাচনের আগে ঢাকা-দিল্লির পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।