এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল শুরু করেন নেতাকর্মীরা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাগত জানিয়ে হর্ষধ্বনি দেন। এরপর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়।
এদিন তফসিল ঘোষণাকে কেন্দ্র করে মাগরিবের আগে থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হতে তাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডে নেতাকর্মীরা। মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে তারা অবস্থান নেন দলীয় কার্যালয়ের সামনে।
এছাড়া বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন নিয়ে স্লোগান দিতে থাকেন।
এদিকে নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ বুধবার সন্ধ্যায় পর ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ঘোষিত তফসিলে জনগণের ইচ্ছা ও প্রত্যাশা পূরণ হয়েছে। নির্বাচনের যে ট্রেন ছেড়ে গেল তা থামানোর ক্ষমতা বিএনপির নেই।’
তিনি আরও বলেন, ‘আগামী শুক্রবার ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে দলটিরে নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেদিন থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।’