এমপি সার্কেল, উদ্যোক্তা ও বন্ধু চক্র ডেক্স:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা নিয়ে কথা বলেছেন টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনী ব্যক্তি জানান, গণহত্যা কখনোই গ্রহণযোগ্য নয়, নির্বিচানে বেসামরিক হত্যা করে ইসরায়েল আসলে নিজেদের শত্রু তৈরি করছে। লেক্স ফ্রিডম্যান পডকাস্টে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। সেই সঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। আহত হয়েছেন তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ২৫ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক।
ইলন মাস্ক বলেন, ইসরায়েল যখন নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তখন অনেক মানুষের মধ্যে ইসরায়েল বিদ্বেষ বাড়ছে। এটা কখনোই ভালো লক্ষণ নয়। তিনি বলেন, আপনি গণহত্যা চালাতে পারেন না। পুরো একটি জনগোষ্ঠীর ওপর হামলা চালানো হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। কেউই এটা মানতে পারবেন না। যারা এটি প্রত্যক্ষ করছেন, তারা ইসরায়েলকে ঘৃণা করবেন।’
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ে মাস্কের ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে মাস্ক বলেন, ‘ইসরায়েলকে বুঝতে হবে, একজন হামাস সদস্যকে হত্যা করতে গিয়ে আপনি কতজন হামাস তৈরি করছেন। যদি হত্যার চেয়ে বেশি তৈরি হয়, তবে অবশ্যই আপনি সফল নন।’
উদাহরণ টেনে বিশ্বের শীর্ষ এই ধনী বলেন, ‘ধরেন, গাজায় কারও সন্তানকে হত্যা করা হলো, নিশ্চিতভাবেই এতে করে কয়েকজন হামাস সদস্য বৃদ্ধি পায়, যারা ইসরায়েলিকে কাউকে খুন করার জন্য জানও দিয়ে দিতে পারে।’