এমপি সার্কেল, সুনাগরিক চক্র ডেক্স:
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট মো. আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল এ ঘোষণা করেন জেলা প্রশাসক মো. নূর কুতুুবুল আলম।
গত ১লা নভেম্বর দুপুরে জেলা রির্টানিং অফিসারের কাছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফজাল হোসেন তার মনোনয়নপত্র দাখিল করেন। পরদিন যাচাই-বাছাই করে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এ নির্বাচনের আর কোনো প্রার্থী না থাকায় জেলা রিটার্নিং অফিসার তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ২১শে অক্টোবর শনিবার পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট শাহজাহান মিয়া মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল।