1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

পটুয়াখালী-১ উপনির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আফজাল হোসেন

  • প্রকাশকাল : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

এমপি সার্কেল, সুনাগরিক চক্র ডেক্স:
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট মো. আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল এ ঘোষণা করেন জেলা প্রশাসক মো. নূর কুতুুবুল আলম।

গত ১লা নভেম্বর দুপুরে জেলা রির্টানিং অফিসারের কাছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফজাল হোসেন তার মনোনয়নপত্র দাখিল করেন। পরদিন যাচাই-বাছাই করে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এ নির্বাচনের আর কোনো প্রার্থী না থাকায় জেলা রিটার্নিং অফিসার তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২১শে অক্টোবর শনিবার পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট শাহজাহান মিয়া মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল।

 

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com