এমপি সার্কেল, মন্ত্রীসভা ডেক্স:
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। আমরা আমাদের কাজ পুরোদমেই চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীও উৎফুল্ল। আমিও তো আমার গ্রামে প্রত্যেক সপ্তাহে আসছি, চাপ হলে তো আসতাম না। কাজেই চিন্তার কোন কারণ নেই সময়মতোই সবকিছু হবে। নির্বাচনও সুষ্ঠু হবে। সরকার শুধু আইন মানলে হবে না, সকল রাজনৈতিক দলকেও আইন মানতে হবে। যারা ট্রাকে আগুন দেয়, বাসে আগুন দেয়, ঢিল মারে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এরা যদি আইন মানে তাহলে সমস্যা নাই। একটি গোষ্ঠি নিজের হাতে আইন তুলে নিয়েছে। তারা মানুষের জানমালের ক্ষতি করছে। যারা বাস, ট্রাক ভাঙার নের্তৃত্ব দেয় তারা এমপি হলে খবর আছে।’
শুক্রবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে অডিটোরিয়াম ‘ঝিলমিল’র উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। উপজেলা পরিষদ চত্বরে ৭ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ঝিলমিল অডিটোরিয়াম। দুপুর ১২টায় শান্তিগঞ্জ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্প পিবিজিএসআই স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় অনুদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করেছে, যা অতীতের কোন সরকার করতে পারেনি। এই উন্নয়নের সুফল পাচ্ছেন দেশের মানুষ। আরও অনেক কাজ বাকি রয়েছে, দেশের মানুষের উচিত আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা।’
এমএ মান্নান বলেন, ‘দ্রব্যমূল্যের কারণে দেশের নিম্ন আয়ের মানুষ খুবই কষ্টে আছে। দেশে এমনও লোক আছে যারা ব্যাংককে গিয়ে বাজার খরচ করে লন্ডনে গিয়ে খায়। এই সব লোকের কষ্ট হয় না, কারণ তাদের টাকা আছে। নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে। দেশে প্রায় এক কোটি মানুষ সেই সুবিধা নিচ্ছে। একটি দল নির্বাচন এলে বাসে আগুন দেয়, আলোচনায় বসতে চায় না। আবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করে যারা মানুষের জীবনযাত্রায় বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে রুখতে হবে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শহরের সাথে পাল্লা দিয়ে গ্রাম ও হাওরাঞ্চলে ব্যাপক ভাবে উন্নয়ন কাজ চলমান আছে। একটা সময় কেউ আর শহরে যাবে না, কারণ প্রতিটি গ্রামই শহরের মতো হয়ে যাবে। আজ থেকে ১৫-২০ বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের মধ্যে দিন-রাত পার্থক্য হয়ে গেছে। চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। আমাদের সুনামগঞ্জ এক সময় অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত ছিল। আজ সুনামগঞ্জে একটি আধুনিক মেডিকেল কলেজ (বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ) নির্মাণ করা হয়েছে। সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। নেত্রকোনা থেকে জামালগঞ্জ হয়ে সুনামগঞ্জ পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ কাজ চলছে। সুনামগঞ্জে রেল আনার কাজও চলছে। আগামীতে এই সুনামগঞ্জেই একটি বিমানবন্দর নির্মাণ করা হবে। এজন্য আগামীতেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজর মো. নুরে আলম সিদ্দিকী’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনিছুর রহমান।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর, শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ওসি খালেদ চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও পরিকল্পনামন্ত্রীর ছেলে শাহাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শিক্ষক আমিনুল ইসলাম, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সভাপতি আবু খালেদ চৌধুরী রুবেল, ডুংরিয়া হাই স্কুলের শিক্ষার্থী সাইফুদ্দিন খান নিয়াজ প্রমুখ।
পরে শান্তিগঞ্জ উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয়ের ১৫ জন করে শিক্ষার্থীদের মাঝে ৫০০০ টাকা করে অনুদান প্রদান করা হয়।