এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
বিরোধী জোটের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন বুধবার সন্ধ্যার পর রাজধানীতে চার গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৭টা থেকে ১০টার মধ্যে রাজধানীর ভাটারা, জিগাতলা, তাতীবাজার ও কাকলী এলাকায় চারটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এছাড়া বরগুনার আমতলীতে ঢাকাগামী দূরপাল্লার বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
তারা জানিয়েছে, রাজধানীর ভাটারা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে যমুনা ফিউচার পার্কের কাছে এই ঘটনা ঘটে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম জানান, ‘বৈশাখী পরিবহনের বাসটি যাত্রী নামিয়ে দিয়ে ঘোরানোর সময় ২ জন দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।’
এদিকে ধানমন্ডির জিগাতলায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টা ২২ মিনিটে বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার রাত ৯টা ২২ মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডিতে দুর্ঘটনাটি ঘটে। সেখানে রমজান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রাত ৯টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ওদিকে রাত ৮টার দিকে বনানীর কাকলী পুলিশ ফাঁড়ির সামনে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসটির আগুন নিভে যায়।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাতীবাজার মোড়ে দিশারি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া রাত পৌনে ৮টার দিকে সন্ধ্যা হাতিরঝিল মহানগর এলাকার তিন নম্বর গেটের সামনে সিএনজি অটোরিকশায় আগুন দেয়ার ঘটনা ঘটে।
ওদিকে বরগুনার তালতলী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহন ঢাকা মেট্রো-ব-১১-৮৫৭১-এ অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৯টার দিকে আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন , বুধবার রাত ৮টার দিকে ৪ জন যাত্রী নিয়ে তালতলী থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনটি আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা নামক স্থানে পৌঁছালে ২০-২৫ জন বাসটিতে অগ্নিসংযোগ করে তারা দ্রুত পালিয়ে যায়।
আগুন লাগার ঘটনা শুনে আমতলী ফায়ার সার্ভিস, থানা পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বগুড়ায় এক ঘণ্টার ব্যবধানে ২ ট্রাকে আগুন
বগুড়া সদরের ঢাকা-রংপুর মহাসড়কে এক ঘণ্টার ব্যবধানে দুইটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলায় লাহেড়িপাড়া ইউনিয়নের দিঘলকান্দীতে ও পৌনে ১০টার দিকে মানিকচক বাজারে এ ঘটনা ঘটে।
ট্রাকচালক মিজানুর রহমান বলেন, লালমনিরহাট থেকে মালামাল নিয়ে ঢাকার মিডফোর্ডে যাচ্ছিলাম। পথে ঢাকা-রংপুর মহাসড়কের দিঘলকান্দীতে প্রায় এক থেকে দেড়শো মানুষ লাঠিসোটা নিয়ে পথরোধ করে যানবাহন ভাঙচুর শুরু করে। একপর্যায়ে আমাকে ও আমার সহকারীকে ট্রাক থেকে নামিয়ে মারধরের পর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।
মিজানুর রহমান আরও বলেন, দুর্বৃত্তরা মহাসড়কের পাশের কলা বাগান থেকে উঠে এসে এই হামলা চালান। আগুন দেওয়ার পরেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়৷
এরপ্রায় একঘণ্টা পরে ঢাকা-রংপুর মহাসড়কের দ্বিতীয় বাইপাসে খন্দকার হিমাগারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দুই মোটরসাইকেলে হেলমেট পরা চারজন দুর্বৃত্ত পেট্রল বোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।
বগুড়ার পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অবরোধকারীরা রাতের আধারে অগ্নিসংযোগ করেছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।