1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

রাজনীতির নতুন ধারা, তৃণমূল বিএনপিতে যোগ দিলেন যারা

  • প্রকাশকাল : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে কয়েকডজন সাবেক নেতা তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন। তবে অবসরপ্রাপ্ত কর্নেল সাব্বির আহমেদ ছাড়া বাকিরা তেমন পরিচিত মুখ নন। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে তৃণমূল বিএনপির এ যোগদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তৃণমূলে যোগদান করা নেতাকর্মীদের মধ্যে রয়েছেন কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আইনজীবী, সারাদেশ থেকে আসা বিভিন্ন দলের নেতাকর্মী। কিছু নামসর্বস্ব ভুঁইফোড় দলের নেতাও রয়েছেন। তবে বিএনপিসহ অন্য কোনো দলের কেন্দ্রীয়, পদধারী, সুপরিচিত বা গুরুত্বপূর্ণ কোনো নেতা নতুন এ দলে যোগদান করেননি।

অন্য দলের গুরুত্বপূর্ণ নেতাদের তৃণমূল বিএনপিতে যোগ না দেওয়া এবং সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী কারা হবেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ভবিষ্যতে তাকিয়ে দেখেন কী কী হয়, কারা কারা আসেন।

আজ দুপুর সাড়ে ১১টায় যোগদান অনুষ্ঠান শুরু হয়। দলে নতুন যোগ দেওয়া নেতাকর্মীদের রজনীগন্ধা দিয়ে বরণ করে নেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার।

যোগ দিয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ ড. সিরাজুল ইসলাম, কর্নেল (অব.) সা‌ব্বির আহ‌মেদ (যশোর), অ্যাডভোকেট মাহাবুব হাসান তুষার (সাভার), শরিফুজ্জামান খান মোহাব্বত (টাঙ্গাইল-৫), শ‌হিদুল ইসলাম (টাঙ্গাইল- ৪), বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টির মহাসচিব মো. মইন উদ্দিন, স্কুলশিক্ষক আবুল কালাম আজাদ সাইফুদ্দিন, সুমন মণ্ডল (বগুড়া সদর), আবু রায়হান (বগুড়া- ৬), সা‌জিদ খান (নারায়ণগঞ্জ), লস্কর হারুনুর র‌শিদ (এল‌ডি‌পি থেকে যোগ দেন), শাহাদাত চৌধুরী (চট্টগ্রাম), সাবেক ছাত্রলীগ নেতা স‌ন্তোষ শর্মা (চট্টগ্রাম-৮), দলিল উদ্দিন (পটুয়াখালী), সৈয়দ আহ‌মদ (নোয়াখালী ১), মো. শাহ আলম (কক্সবাজার), খায়েজ আহ‌মেদ ভূইয়া (ফেনী-৩), চার্লস বৌদ্ধ (গোপালগঞ্জ), অপু বৌদ্ধ (ঢাকা ১৭), জাতীয় পার্টির সাবেক নেত্রী ডা. আইভি সরকার, মোহাম্মদ আলী (নেত্রকোনা), মু‌জিবুর রহমান খান(নেত্রকোনা ৫), হা‌ফিজুল ইসলাম (খুলনা ৬), আবুল বাশার চৌধুরী (বা‌ঘেরহাট-৪), ইঞ্জিনিয়ার শেখ শাহীন রহমান (মানিকগঞ্জ-১), এনা‌য়েতুল ইসলাম (পটুয়াখালী ৩), মোহাম্মদ মোশাররফ (জয়পুরহাট), আব্দুল মোতালেব (নওগাঁ), নাবির উদ্দিন খান (খুলনা), মাসুম রেজা (জয়পুরহাট), নাজমুল শিকদার (নরসিংদী), শাহাদাত হোসেন মাসুদ (নরসিংদী), শওকত তালুকদার (নেত্রকোনা), শহিদুল ইসলাম, শওকত।

আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে শমসের মুবিন চৌধুরী বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর আমাদের জাতীয় কাউন্সিল হয়, আজ ৮ নভেম্বর অসংখ্য নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন। এটি প্রমাণ করে বাংলার মানুষ নতুন ধরনের রাজনীতি দেখতে চায়।’

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমি আপনাদের কমিটমেন্ট করতে চাই, দলের প্রত্যেক সদস্য হবে এই দলের নেতা এবং তৃণমূল বিএনপির কাছে আসতে হবে না। তৃণমূল বিএনপি যাবে তৃণমূলের কাছে। দলীয় কমিটিসহ সবকিছু কেন্দ্রভিত্তিক হবে না।’

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com