1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

ন্যূনতম মজুরি ১২৫০০ টাকা, শ্রমিকদের প্রত্যাখ্যান

  • প্রকাশকাল : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
নিম্নতম মজুরি বোর্ডের নির্ধারণ করা এবং সরকার ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আন্দোলনরত ১১ শ্রমিক ফেডারেশনের জোট ‘মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন।’

মঙ্গলবার দুপুরে মজুরি ঘোষণার পর পরই রাজধানীর তোপখানা রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ২৫ হাজার টাকার মজুরির দাবি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জোটের নেতারা। জোটের সবগুলো ফেডারেশনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

জোটের আহ্বায়ক তাসলিমা আখতার সমকালকে বলেন, মালিকদের ইচ্ছা অনুযায়ী শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে যেখানে কোনো কোনো পণ্যের দর ৩০০ শতাংশ পর্যন্ত বেড়েছে সেখানে ৫৬ দশমিক ২৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি শ্রমিকদের সঙ্গে প্রহসনমাত্র। মজুরি বোর্ডকে ‘লোক দেখানো মঞ্চ’ বলে মন্তব্য করেন তিনি।

মজুরি পুনর্বিবেচনার দাবিতে আগামী শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির কথা জানিয়ে তাসলিমা আখতার বলেন, ওই দিন নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনের সঙ্গে কাজও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।

 

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com