1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

সামিদ কাজ করছেন যুব সমাজ ও শিক্ষা নিয়ে

  • প্রকাশকাল : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

এমপি সার্কেল, সুনাগরিক চক্র:
সামিদ রাজ্জাক একজন উদ্যোক্তা। পাশাপাশি কাজ করে চলেছেন ইয়ুথ ও অনলাইন এডুকেশন নিয়ে। সামিদ রাজ্জাক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ই-লার্নিং প্ল্যাটফর্ম ১০ মিনিট স্কুলের একজন উপদেষ্টা এবং কর্মজীবনে তিনি একটি মাল্টিন্যাশনাল কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট ।

নটরডেম কলেজ থেকে স্কুল জীবন শেষ করে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০০% স্কলারশিপ পেয়ে গ্রাজুয়েশন শেষ করেন। সামিদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিজনেস ফেস্টে অংশগ্রহণ করতেন। শিক্ষাজীবনে তিনি বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশ নিয়েছেন এবং পুরস্কার জিতেছেন। এর মধ্যে রয়েছে ব্যাটল অব মাইন্ডস, BRANDWITZ by IBA বিজনেস কেস এবং টেলেনর ইয়ুথ ফোরাম ইত্যাদি। পরবর্তী সময়ে তার অর্জিত সাফল্য এবং দক্ষতা তাকে সুযোগ করে দিয়েছে নর্থ সাউথ স্টার্টআপ নেক্সট এর পরামর্শদাতা হিসেবে কাজ করার।

২০১৬ সালে তিনি একটি টপ মাল্টিন্যাশনাল কর্পোরেশনের বাংলাদেশের সহকারী ভাইস প্রেসিডেন্ট পদের জন্য আবেদন করেন এবং ক্যাটাগরির মধ্যে সবচেয়ে কম বয়সী হিসেবে ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হন। তার পরিশ্রমই তাকে ওই কর্পোরেশনের ইতিহাসে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত করে। তার চ্যাম্পিয়ন খেতাব সোসিও কম্প, মাস্টার্স অফ আইডিয়েশন, চ্যাম্পিয়নস অন আর্থ, বিজ্ঞাপন নির্মাতা বাংলাদেশ পিপলস চয়েস অ্যাওয়ার্ডের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণের সাক্ষর বহন করে।

Gist Tech-I এ সামিদ সারা বিশ্ব থেকে ১০০ এরও বেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট এর সাথে দেখা করেছেন, যেখানে তিনি মতবিনিময় এবং নিবিড় প্রশিক্ষণ সেশনের যোগ দিয়েছেন। সেই সাথে বিশ্ব বিখ্যাত বিনিয়োগকারীদের সামনে নিজের স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে Gist Tech-I এর অনারেবল মেনশন পুরস্কারে ভূষিত হন।

তিনি ১০০ টিরও বেশি বিজনেস কেইস কম্পিটিশনে বিচারকের দায়িত্ব পালন করেন। সামিদ ইসেফ-এর প্রতিষ্ঠাতা, একজন টেডএক্স স্পিকার এবং পরামর্শদাতা হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি ইউ এস ডিপার্টমেন্ট অব স্টেট এর একজন অ্যালামনাই মেম্বার। এছাড়াও সামিদ রাজ্জাক ইন্সপিরেশন অফ ফ্লাই হাই, মার্কেটিং সামুরাই ইউআইইউ এবং সাপ্লাই চেইন ড্রাইভার ওয়ার্কশপের একজন বক্তা ছিলেন।

ব্যক্তিগত সময়ে সামিদ একটি রক ব্যান্ডের প্রধান গিটারিস্ট এর ভূমিকা পালন করেন, গলফ খেলার প্রতি তার গভীর আগ্রহ রয়েছে।এছাড়া দেশে বিদেশে ভ্রমণ তার নেশা।

তরুণদের জন্য তার প্রতিষ্ঠিত একটি প্লাটফর্ম রয়েছে “ টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি স্কিলস সেট” নামে।তিনি বলেন, “পড়াশুনা শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয় নয়। বাস্তবিক প্রয়োগ ছাড়া পড়াশুনা অর্থহীন। আর আমাদের দেশের যুবকদের প্রেক্ষাপটে অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগে আগ্রহ কম দেখা যায়। এই জায়গায় পরিবর্তন আনার জন্যেই কাজ মূলত আমার শিক্ষাক্ষেত্রে কাজ শুরু করা।”

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com