1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

এবার লটারিতেই একাদশে ভর্তি, বেড়েছে রেজিস্ট্রেশন ফি

  • প্রকাশকাল : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
চূড়ান্ত হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সবমিলিয়ে অংশগ্রহণকারী ছিলেন ২০ লাখের বেশি। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন প্রায় ১৭ লাখ শিক্ষার্থী। এখন একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায় রয়েছেন তারা।
এবারও একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলবে লটারিতে। আবেদন করা যাবে ১০ থেকে ২০ আগস্ট পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষ হবে ৫ অক্টোবর।

ভর্তিচ্ছুরা কাঙ্ক্ষিত কলেজ পেতে এবারও নির্ভর করবেন লটারি প্রক্রিয়ার ওপর। ইতোমধ্যে ঠিক হয়েছে চূড়ান্ত ভর্তি নীতিমালা। আবেদন করা যাবে ১০ থেকে ২০ আগস্ট পর্যন্ত। পছন্দের তালিকা সীমাবদ্ধ থাকবে ৫ থেকে ১০টিতে।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয়ক তপন কুমার সরকার জানান, একজন শিক্ষার্থী অনলাইনে ১৫০ টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন ৫টি কলেজ থেকে সর্বোচ্চ ১০টি কলেজ চয়েজ দিতে পারবেন। তিনটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।

২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলা এই ভর্তি কার্যক্রমে আবেদন ফি ও সেশন চার্জ আগের মতো থাকলেও বাড়ছে রেজিস্ট্রেশন ফি।

তপন কুমার সরকার জানান, রেজিস্ট্রেশন ফি ৭ টাকা বাড়িয়ে ৩২৮ টাকা থেকে ৩৩৫ টাকা করা হয়েছে। এছাড়া ভর্তি ফি, সেশন ফি সব গত বছরের মতোই আছে।

এবারও লটারি পদ্ধতির বাইরে থাকছে ৪টি মিশনারিজ কলেজ। যাতে ভর্তি হতে দিতে হবে পরীক্ষা। ৮ অক্টোবর থেকে শুরু হবে পাঠদান।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com