1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইউক্রেন

  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
ইউক্রেন মঙ্গলবার প্রথম প্রহরে উপকূলীয় অঞ্চল ওডেসায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। এ অঞ্চল থেকে নিরাপদে শস্য রপ্তানির অনুমতি দিয়ে করা চুক্তির মেয়াদ বাড়াতে রাশিয়া অস্বীকার করার কয়েক ঘণ্টা পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করল। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

ওডেসা সামরিক অঞ্চলের মুখপাত্র সের্গি ব্রাচুক টেলিগ্রাম বার্তায় বলেন, ‘ওডেসায় বিমান প্রতিরক্ষা যুদ্ধের কাজ অব্যাহত রয়েছে।’

ইউক্রেনের দক্ষিণের ওডেসা অঞ্চলে সামুদ্রিক বন্দর রয়েছে যা মস্কো ও কিয়েভের মধ্যে মেয়াদ শেষ হওয়া শস্য রপ্তানি চুক্তির চাবিকাঠি ছিল।

ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেগ কিপার টেলিগ্রামে বলেন, রাশিয়া ড্রোন ব্যবহার করে ইউক্রেনের দক্ষিণে হামলা করছে।

সেখানের এমন পরিস্থিতিতে তিনি বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার ব্যাপারে পরামর্শ দেন।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় অপারেশন কমান্ড বলেন, রাশিয়া মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে ইউক্রেনের দক্ষিণের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে।

রাশিয়ার এমন হামলার ফলে মাইকোলাইভ, জাপোরিঝিয়া, দোনেৎস্ক, খ্রকিভ, ডিনিপ্রোপেবেট্রাভস্ক, পোল্টাভা, কিরোভোগ্রাদ এবং চেরকাসিতে বিমান হামলার সতর্কতা ঘোষণা করা হয়েছে।

গত বছর রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দরগুলো অবরুদ্ধ হয়ে পড়ে। একেবারে প্রয়োজনীয় শস্য রপ্তানির সুযোগ দিয়ে করা চুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত যুদ্ধজাহাজ চলাচলের কারণে সেখানে এ অবরুদ্ধ পরিস্থিতি বজায় থাকে। ২০২২ সালের জুলাইয়ে চুক্তিটি স্বাক্ষর করা হয়।

শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াতে রাশিয়া অস্বীকার করার পর ইস্তাম্বুলে (গ্রিনিচ মান সময় ২১০০টা) মধ্যরাতে এ চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।
খবর এএফপি

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com