1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট, এরদোয়ানকে বিশ্বনেতাদের অভিনন্দন

  • প্রকাশকাল : সোমবার, ২৯ মে, ২০২৩

এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এরদোয়ানের বিজয়ের কথা তাদের প্রতিবেদনে জানিয়েছে।

সংবাদ সংস্থাটি বলেছে, ৯১ দশমিক ৫৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে ৫২ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন এরদোয়ান। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৩৯ শতাংশ।

এখন পর্যন্ত সরকারিভাবে এরদোয়ানের বিজয়ের ঘোষণা না এলেও ইতোমধ্যে এরদোয়ানও বিজয় দাবি করেছেন। গান গেয়ে জনতার উদ্দেশে দিয়েছেন ভাষণ।

ইস্তান্মুলে তিনি তার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি এসময় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে এরদোয়ানের বিজয়ে এরই মধ্যে বিশ্বনেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।

কাতারের আমির তামিম বিন হামাদ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, আমার প্রিয় ভাই রিসেপ তাইয়েপ এরদোয়ান তোমার এ বিজয়ে তোমায় অভিনন্দন।

এছাড়া হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।

সার্বিয়ানের প্রেসিডেন্টও এরদোয়ানকে তার এ বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ফোনে এরদোয়ানকে অভিনন্দন জানান।

 

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com