1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুক জমা দিলেই ৫০০ ডলার উপহার

  • প্রকাশকাল : মঙ্গলবার, ২ মে, ২০২৩

এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘বাইব্যাক’ প্রোগ্রাম শুরু হওয়ার পর বন্দুক জমা দিয়ে তার বিনিময়ে গিফট কার্ড পেয়েছেন বন্দুক মালিকরা। শনিবার থেকে শুরু হয়েছে এই প্রোগ্রাম।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক মালিকরা যারা বিপজ্জনক অস্ত্র জমা দিয়েছে তাদের বন্দুকের বিনিময়ে ৫০০ ডলার মূল্যের গিফট কার্ড দেওয়া হয়েছে।

বাইব্যাক প্রোগ্রামটির আয়োজন করেছে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কার্যালয়। জানানো হয়েছে, প্রোগ্রামটিতে ৩ হাজার টিরও বেশি বন্দুক জমা পড়েছে। এর মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল এবং ঘোস্ট বন্দুক যেগুলো আগ্নেয়াস্ত্রের কিছু অংশ থেকে তৈরি করা হয় এবং একত্রিত না করে বিক্রি করা হয়ে থাকে।

জেমস টুইটারে জানান, আমরা আজ ৩ হাজার ৭৬টি বন্দুক উদ্ধার করেছি, যার মধ্যে ১৮৫টি অ্যাসল্ট রাইফেল রয়েছে৷ এই বন্দুকগুলোর প্রতিটি একটি সম্ভাব্য দুর্ঘটনার উপাদান। আমাদের এই বিষয়ে সাহায্য করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারের সমস্ত অংশীদারদের ধন্যবাদ৷ নিউইয়র্কবাসীদের বন্দুকের সহিংসতা থেকে রক্ষা করার জন্য আমরা যা যা করতে পারি তা চালিয়ে যাব।

নিউইয়র্কের বাসিন্দারা যারা হ্যান্ডগান জমা দিয়েছে তারাও প্রথম অস্ত্রের জন্য ৫০০ ডলার এবং প্রতিটি অতিরিক্ত হ্যান্ডগানের জন্য অতিরিক্ত ১৫০ ডলার পেয়েছে।

নিউইয়র্কজুড়ে নয়টি বাইব্যাক কেন্দ্র স্থাপন করা হয়েছিল।

 

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com