1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

রওশন এরশাদ জিএম কাদের সাক্ষাৎ: এক টেবিলে নাস্তা করলেন দেবর ভাবী

  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্সঃ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন দলটির চেয়ারম্যান বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

২৯ নভেম্বর ২০২২ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে রাজধানীর ওয়েস্টিন হোটেলে গিয়ে রওশন এরশাদের সঙ্গে দেখা করেন তিনি। জিএম কাদের এ সময় অসুস্থ রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে দুজন এক টেবিলে বসে নাশতাও করেন। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ এমপি এবং তার স্ত্রী মহিমা সাদ এ সময় উপস্থিত ছিলেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা শেষে গত রোববার দেশে ফেরেন রওশন এরশাদ। তিনি দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় পার্টিতে কোনো সমস্যা নেই। জিএম কাদেরসহ দলের সবার সঙ্গে আলোচনা করে সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটানো হবে।

রওশন এরশাদ দেশে ফেরার পর ২৮ নভেম্বর ২০২২ (সোমবার) রাতে তাকে টেলিফোন করে শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন জিএম কাদের। ফোনেই জিএম কাদের রওশন এরশাদের সঙ্গে দেখা করবেন বলে অবহিত করেন।

এর আগে গত জুনে রওশন এরশাদ একবার ব্যাংকক থেকে দেশে এসেছিলেন। তখনো তিনি গুলশানের নিজের বাসায় না উঠে গুলশানে অবস্থিত ওয়েস্টিন হোটেলে ছিলেন। সেখান থেকে গত ৫ জুলাই তিনি আবার চিকিৎসার জন্য ব্যাংকক যান। এবার দেশে ফিরে তিনি ওই হোটেলেই উঠেছেন।

এ প্রসঙ্গে রওশন এরশাদ গণমাধ্যমকে বলেন, ‘সকালে জিএম কাদের আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সে আমার শারীরিক অবস্থার খবর নিয়েছে। আমরা আন্তরিক পরিবেশে কথা বলেছি। ঐক্যবদ্ধ এবং শক্তিশালী জাতীয় পার্টি গড়ে তুলতে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, কোনো ধরনের বিভেদ বা বিভক্তি নয়- ঐক্যবদ্ধভাবেই জাতীয় পার্টিকে শক্তিশালী করে আরও এগিয়ে নিতে হবে।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com