1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন সিমিন হোসেন

  • প্রকাশকাল : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্সঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে শহীদ তাজউদ্দীন আহমেদের কন্যা সংসদ সদস্য সিমিন হোসেন রিমিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

২৬ নভেম্বর ২০২২ (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর মাধ্যমে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের আরেকজন নারী যুক্ত হলেন। তবে সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীর মৃত্যুতে তাঁর পদটি এখনো শূন্য রয়েছে।

এদিকে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় সাবেক এমপি জাহান আরাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com