এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্সঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে শহীদ তাজউদ্দীন আহমেদের কন্যা সংসদ সদস্য সিমিন হোসেন রিমিকে মনোনয়ন দেওয়া হয়েছে।
২৬ নভেম্বর ২০২২ (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর মাধ্যমে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের আরেকজন নারী যুক্ত হলেন। তবে সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীর মৃত্যুতে তাঁর পদটি এখনো শূন্য রয়েছে।
এদিকে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় সাবেক এমপি জাহান আরাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।