1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

ধর্ষণ মামলায় প্রেমিকের যাবজ্জীবন

  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

এমপি সার্কেল, সুশাসন ডেক্সঃ
রংপুরের তারাগঞ্জে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মিঠুন শেখ (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মিঠুন শেখ তারাগঞ্জ উপজেলার দামোদরপুর কাজী পাড়া এলাকার বাসিন্দা।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, মিঠুন শেখের সঙ্গে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক ছিল। ২০২০ সালের ৭ ডিসেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে মিঠুন ভুক্তভোগীকে ধর্ষণ করেন। এ ঘটনায় তারাগঞ্জ থানায় ১১ ডিসেম্বর মামলা হয়।

তদন্ত শেষে চলতি বছরের ২৯ মে এসআই মমতাছের হাসান মাসুম আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ এবং জেরা শেষে বিচারক আজ এই রায় দিলেন।

সরকারি কৌঁসুলি তাজিবুর রহমান লাইজু জানান, রায়ে চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। এছাড়া, মামলায় খালাস পাওয়াদের জড়ানোর কারণে তদন্ত কর্মকর্তা মমতাছের হাসান মাসুমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অবজারভেশনও দেওয়া হয়েছে।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাকিম বলেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমরা উচ্চ আদালতে আপিল করব।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com