1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ পরিবর্তন করা হয়নি : রওশন এরশাদ

  • প্রকাশকাল : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্সঃ
সংসদীয় ধারা ও বিধি বিধানকে অবজ্ঞা করে জাতীয় পার্টির (জাপা) বর্তমান দায়িত্বরত চেয়ারম্যানের অগণতান্ত্রিক ক্ষমতার অপব্যবহারে সম্পূর্ন অবৈধভাবে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপিকে অব্যাহতি দেয়া হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো সংবাদ প্রত্যাহার করে নিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।

২৮ অক্টোবর ২০২২ (শুক্রবার) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিরোধীদলীয় নেতা জানান, দলীয় চেয়ারম্যানের প্যাডে লিখিত পত্রে সংসদের সিদ্ধান্ত গণমাধ্যমে জানানোর ঘটনা জাতীয় পার্টির (জাপা) চলমান দায়িত্বরত চেয়ারম্যানের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ।

তিনি জানিয়েছেন, সংসদের ধারা মোতাবেক কাউকে কোনো পদ থেকে অব্যাহতি দেয়া হলে সেই সিদ্ধান্ত প্রকাশ করার ক্ষমতা রাখে একমাত্র স্পিকার। যা প্রজ্ঞাপনের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশ করা হয়। পার্টির পার্লামেন্টারি দল বা নেতা বা উপনেতাও এ ধরনের সিদ্ধান্তের কথা প্রকাশ করতে পারেন না অথবা দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয় না। দল শুধুমাত্র স্পিকারের নিকট আবেদন করতে পারেন। মশিউর রহমান রাঙ্গাই বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে বহাল আছেন।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com