1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

২০০ টন পচা পেঁয়াজ ফেলে দিলো টিসিবি

  • প্রকাশকাল : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
বর্তমান সময়ের দুর্মূল্যের এই বাজারেও পচে যাওয়ায় চট্টগ্রামে ২০০ টন পেঁয়াজ ফেলে দিয়েছে টিসিবি। বিপুল পরিমাণ এই পেঁয়াজ তুরস্ক থেকে আমদানি করা হয়েছিল। কিন্তু বন্দর থেকে খালাস হতে দেরি হওয়ায় পেঁয়াজ পচে গেছে। এসব পেঁয়াজ খাবার উপযোগী নয়। যার সবগুলোই নষ্ট।

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় সংস্থাটির কার্যালয়ের পাশেই পড়ে আছে নষ্ট পেঁয়াজগুলো। যা বাছাই করে কুড়িয়ে নিচ্ছেন অনেকে। এর মধ্যথেকে যতটুকু খাওয়ার উপযোগী পাওয়া যায় সে আশায়।

গত কয়েকদিন ধরে পচা পেঁয়াজের দুর্গন্ধে অতিষ্ঠ আশেপাশের বাসিন্দারা। অসুস্থ হয়ে পড়ছে ছোট শিশুরা। তাই পচে যাওয়া পেঁয়াজ অন্যত্র সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের।

টিসিবি জানিয়েছে, এক মাস আগে তুরষ্ক থেকে আমদানি করা হয় এসব পেঁয়াজ। সময় মতো শিপিং ডকুমেন্ট না পাওয়ায় তা খালাস করতে দেরি হয়ে যায়। যার কারণে ১১ লট পেঁয়াজের ২০০ টনই নষ্ট হয়ে গেছে। যার সম্পূর্ণ দায় তুরষ্কের সরবরাহকারী প্রতিষ্ঠানের বলে জানিয়েছেন টিসিবির আঞ্চলিক প্রধান।

এ বিষয়ে টিসিবির আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন ভূঞা বলেন, চট্টগ্রাম বন্দরে ১ থেকে ২ তারিখে এসেছে পেঁয়াজগুলো। সিপিং ডকুমেন্ট ঠিক সময়ে না পাওয়ার কারণে পেঁয়াজগুলো পচে গেছে। প্রায় এক মাস আগে বন্দরে এসেছে পেঁয়াজগুলো। যেহেতু এটা খালাস করতে হবে সেহেতু আমরা এটা দেখার জন্য খালাস করে নিয়ে এসেছি।

বিপুল পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় মজুতে টান পড়েছে টিসিবির। যার প্রভাব পড়েছে খোলাবাজারে বিক্রিতেও।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com