1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

জোট ‘ছেড়েছে’ জামায়াত!

  • প্রকাশকাল : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

এমপি সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
২০ দলীয় জোট ‘ছেড়েছে’ জামায়াতে ইসলামী বাংলাদেশ! সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে বলতে শোনা গেছে যে, তার দল বিএনপির জোটে নেই। বিএনপির সঙ্গে আলোচনা করেই জোট ছেড়েছে।
অন্যদিকে জামায়াত নেতারা বলেছেন, দলীয় প্রধানের বক্তব্য ঘরোয়া অনুষ্ঠানের। জামায়াত জোট ছাড়েনি। বিএনপি নেতারাও জামায়াতের জোট ‘ত্যাগের’ বিষয়ে স্পষ্ট করে কিছু বলছেন না। তবে আওয়ামী লীগ বলেছে, জামায়াত জোট ছাড়া মানে বিএনপির বড় উইকেট পতন নিশ্চিত হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে অবশ্য ওই ভিডিওটির সত্যতা স্বীকার করা হয়েছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি হিসেবে মুখপাত্রের দায়িত্বে থাকা মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, জামায়াত আমিরের বক্তব্য অনানুষ্ঠানিক ও ব্যক্তিগত। জামায়াত আনুষ্ঠানিকভাবে এখনো জোট ছাড়েনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের জোট ছাড়ার বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। মন্তব্য করেননি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের জোষ্ঠ্য কোন নেতা।

এ বিষয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেছেন, বিএনপির বড় উইকেট পড়ে গেছে। জামায়াতে ইসলামী বলেছে, বিএনপির সঙ্গে তারা আর নেই।

এখানে উল্লেখ্য যে, ১৯৯৯ সালে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ও ইসলামী ঐক্যজোট চারদলীয় জোট গঠন করে। ২০১২ সালে ওই জোট সম্প্রসারিত হয়ে ২০ দলীয় জোটে পরিণত হয়। তবে ২০১৫ সালের ব্যর্থ আন্দোলনে পর দুই দলের কোনো যৌথ কর্মসূচি নেই। তারপরও ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে জোট করেই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি জামায়াত। বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হন নিবন্ধন হারানো জামায়াতের নেতারা। তবে নির্বাচনের পর আবারও দুই দলের দূরত্ব তৈরি হয়। গত সাড়ে তিন বছর ধরে জোটের কোনো কর্মসূচি নেই।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে জামায়াতের আমিরকে বলতে শোনা গেছে যে, বছরের পর বছর ধরে এই ধরনের অকার্যকর জোট চলতে পারে না।

বিএনপির সঙ্গে সম্পর্কের ইতি টানার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা এতোদিন একটা জোটের সঙ্গে ছিলাম। ছিলাম শুনে আপনারা হয়ত ভাবছেন, কিছু হয়ে গেছে নাকি? হয়ে গেছে। ২০০৬ সাল পর্যন্ত এটি একটি জোট ছিলো। ২০০৬ সালের ২৮ অক্টোবর জোট তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সেদিন বাংলাদেশ পথ হারিয়েছিল। সেটা আর ফিরে আসেনি।

জোটের অকার্যকারিতার জন্য বিএনপিকে দায়ী করেছেন জামায়াত আমির। তিনি বলেন, প্রধান দলের জোটকে কার্যকর করার চিন্তা নেই। এখন বাস্তবতা হচ্ছে, নিজস্ব অবস্থান থেকে আল্লাহর উপর ভর করে পথ চলা। তবে হ্যাঁ, জাতীয় স্বার্থে একই দাবিতে যুগপৎ কর্মসূচি বাস্তবায়ন করব।

বিএনপির সঙ্গে আলোচনা করেই জোট ছেড়েছেন জানিয়ে শফিকুর রহমান বলেন, তারা (বিএনপি) আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে। তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছি, এর সাথে (জোট ভাঙা) তারা ঐকমত্য পোষণ করেছে। তারা আর কোনো জোট করবে না। এখন যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাবো।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com