1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

হবিগঞ্জের চা বাগান গুলোতে চলছে আন্দোলন

  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

এম.পি. সার্কেল, সংবাদ সংযোগ:
চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে এখনও হবিগঞ্জের চা বাগান গুলোতে আন্দোলন চলছে। দৈনিক মজুরি ৩০০ টাকা বাস্তবায়নের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

এদিকে মজুরি নির্ধারণের বিষয়টি নিয়ে ১৬ আগস্ট ২০২২ (মঙ্গলবার) চা শ্রমিক নেতাদের নিয়ে শ্রীমঙ্গলে বৈঠকে বসে বাগান কর্তৃপক্ষ। বেলা পৌনে ২টা পর্যন্ত বৈঠক চলছিল। তবে কোনো সমাধান হয়নি।

শ্রমিকরা দৈনিক মজুরি ৩০০ টাকা দাবি করলেও বাগান কর্তৃপক্ষ ১২০ টাকা থেকে ১৪ টাকা বাড়িয়ে ১৩৪ টাকা করতে রাজি হয়েছেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দরকষাকষি চলছিল।

মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন জেলার ২৪টি বাগানের শ্রমিকরা। বিভিন্ন বাগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ সময় তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। প্রয়োজনে ১৭ আগস্ট ২০২২ (বুধবার) মহাসড়ক অবরোধেরও হুমকি দেন।

কামাইছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি বিমল ভর বলেন, বৈঠক চলছে কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। আর যদি আমাদের ৩০০ টাকা দৈনিক মজুরির দাবি পূরণ হয় তবে আমরা কাজে যোগ দেব।

দাড়াগাঁও চা বাগান পঞ্চায়েত সভাপতি প্রেমলাল আহির বলেন, বলা হয় আমাদের নাকি বাড়ি, চিকিৎসা, শিক্ষার জন্য মোট ৪০৩ টাকা দেওয়া হয়। বাস্তবে আমাদের দেয়া হয় মাত্র ১২০ টাকা। এ দিয়ে কেমন করে চলে। এক হালি ডিমের দাম যেখানে ৬০ টাকা সেখানে ১২০ টাকায় কি হয়। আমাদের দাবি ৩০০ টাকা মাত্র। এর থেকে কম হলে তা আমরা মানব না। প্রয়োজনে বুধবার থেকে আমরা মহাসড়ক অবরোধ করব।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com