1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

সংশোধন আসছে ই-কমার্স নীতিমালায়

  • প্রকাশকাল : বুধবার, ১৩ জুলাই, ২০২২

এম.পি. সার্কেল, উদ্যোগ ও উদ্যোক্তা ডেক্স:
ক্রমবর্ধমান প্রতারণা ঠেকানোর পাশাপাশি ই-কমার্সকে আরও বেশি গ্রাহকবান্ধব করতে সংশোধিত হচ্ছে ই-কমার্স নীতিমালা। এরই অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় ও ইউএসএইডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে পলিসি ডায়ালগ। রাজধানীর সোনারগাঁও হোটেলে গত বৃহস্পতিবার এ সংলাপের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

বিদ্যমান ই-কমার্স নীতিকে এটুআইর (এসপায়ার টু ইনোভেট) সহযোগিতায় আয়োজিত এই সংলাপে আইসিটি বিভাগ, এসএমই ফাউন্ডেশন, ব্যাংক, বাণিজ্য সংগঠনগুলো এবং ই-কমার্স উদ্যোক্তারা যোগ দেন। সংলাপে ই-কমার্সের জন্য ব্যবসায়ীদের সহজে ডিজিটাল বিজনেস আইডি ও ট্রেড লাইসেন্স দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সংলাপ অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম, ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল ছাড়াও ই-কমার্স ও তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এটুআইর ই-কমার্স প্রধান রেজওয়ানুল হক জামি ডিজিটাল আইডি সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন। অনুষ্ঠানে ই-কমার্স ব্যবসায়ী নেতারা বলেন, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যেক্তার সংখ্যা প্রতি বছর প্রায় ৫০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। টেকসই ই-কমার্স ইকোসিস্টেম তৈরিতে তাঁরা নীতিমালা সংশোধনে জোর দেন।

তাঁরা বলেন, কিছু জায়গায় পলিসি সংস্কার করলে এবং প্রযুক্তিসক্ষম ই-কমার্স প্ল্যাটফর্মের ব্যবহার করতে পারলে এই খাত আরও দ্রুত বাড়তে পারে। আইসিটি সচিব এনএম জিয়াউল আলম বলেন, সরকার ইতোমধ্যে ডিজিটাল পেমেন্টের ইন্টার-অপারেবিলিটি নিয়ে কাজ করছে। এর ফলে অচিরেই পেমেন্ট সিস্টেম স্বয়ংক্রিয় হবে। তিনি এ খাতের প্রসারে ব্যাংকারদের ক্ষুদ্র ও ই-কমার্স উদ্যোক্তাদের অর্থায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ বলেন, পলিসি একটি নির্দেশনা। এটিকে যুগোপযোগী রাখতে সরকার সব সময় সচেষ্ট। ই-কমার্সের জন্য ডিজিটাল বিজনেস আইডি ও ট্রেড লাইসেন্সের বিষয়ে তিনি বলেন, আইনে কিছু বাধ্যবাধকতা আছে। এগুলো নিয়ে সমন্বিতভাবে কাজ করলে ই-কমার্স উদ্যোক্তাদের পাশাপাশি গ্রাহকরা উপকৃত হবেন। এ রকম তিনটি সংলাপ আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com