1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

সাংবাদিক নির্যাতনকারী ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান প্রার্থী

  • প্রকাশকাল : সোমবার, ১৩ জুন, ২০২২

এম.পি. সার্কেল, অনুসন্ধান ও কেস স্টাডি ডেক্স:
নোয়াখালীর সাংবাদিক মো. হানিফের উপর নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আমিরুল ইসলাম শামীম হাতিয়ার চানন্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিপূর্বে তিনি ওই ইউনিয়নের দীর্ঘদিন যাবত প্রশাসকের দায়িত্বে ছিলেন।

জানা যায়, মো. হানিফ দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ছিলেন। ২০১৪ সালের ৮ই আগস্ট সাংবাদিক মো. হানিফকে নির্যাতন করা হয়। সে সময় হানিফ ভূইয়া বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা (মামলা নং ১৫) দায়ের করেন। এর কিছুদিন পর মো. হানিফ মারা যান। ওয়ারেন্টভুক্ত আসামি আমিরুল ইসলাম শামীম হাতিয়ার চানন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিয়াজী গ্রামের আজহার আহম্মদের ছেলে। আগামী ১৫ই জুন অনুষ্ঠিতব্য নোয়াখালীর চানন্দী ইউনিয়নে ঢোল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। চালাচ্ছেন প্রচার প্রচারণা। উপজেলা নির্বাচন অফিসার মো. জাকির হোসেন বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে নির্বাচনে প্রার্থিতায় কোনো বাধা নেই।

জেলে থেকেও অনেকে নির্বাচন করে। তবে সাজাপ্রাপ্ত আসামি হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারে না। এবিষয়ে আমিরুল ইসলাম শামীম বলেন, আমি এ মামলায় নিয়মিত হাজিরা দিতাম। কখন যে ওয়ারেন্ট হলো আমার জানা নেই। আমি আজ আদালতের মাধ্যমে জামিন নিবো।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান ওয়ারেন্টের বিষয়টি নিশ্চিত করেন। তিনি মানবজমিনকে বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। আমরা এবিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com