1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

বিশ্ব ব্যবস্থায় আমেরিকান আধিপত্যের অবসান চায় রাশিয়া: লাভরভ

  • প্রকাশকাল : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

এম.পি. সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
বিশ্ব রাজনীতির অন্যতম পরাশক্তি এবং আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া স্থিতিশীল শান্তিপূর্ন বিশ্ব বাস্তবায়নের লক্ষ্যে একচেটিয়া মার্কিন আধিপত্যের বিশ্ব ব্যবস্থার অবসান চায় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সোমবার রাশিয়ান টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

‘ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের উদ্দেশ্য মার্কিন-আধিপত্য বিশ্ব ব্যবস্থার অবসান ঘটানো,’ ব্যাখ্যা করেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

তবে মস্কো ও চীন এর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ তৈরি করছে বলে উল্লেখ করেন তিনি।

লাভরভ বলেন, ‘আমাদের সামরিক অভিযানের উদ্দেশ্য (ন্যাটোর) অপ্রতিরোধ্য সম্প্রসারণ এবং বিশ্ব মঞ্চে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা প্রজাদের পূর্ণ আধিপত্যের অবসান ঘটানো।’

 

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com