এম.পি.সার্কেল, সংবাদ সংযোগ ডেক্স:
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত বিষয়ক এক রেজল্যুশনে ভোট দেয়নি বাংলাদেশ। এসময় ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে সাতটি দেশও এ ভোট দানে বিরত থাকে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) জাতিসংঘ সাধারণ অধিবেশনে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এদিন ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে প্রস্তাবটি ভোট দেয়া দেশগুলোর দুই-তৃতীয়াংশের সমর্থন পাওয়ায় রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বরখাস্ত করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রেজল্যুশনের পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডাসহ ৯৩টি দেশ এবং বিপক্ষে রাশিয়া, চীন, বেলারুশ, কিউবা, ইরানসহ ২৪টি দেশ। অন্যদিকে বাংলাদেশসহ ৫৮টি দেশ ভোটদানে বিরত ছিল।
এর আগে ২ মার্চ ইউক্রেনে আগ্রাসন সংক্রান্ত রেজুলেশনে ১৪১টি পক্ষে, পাঁচটি বিপক্ষে এবং ৩৫টি দেশ ভোট দানে বিরত ছিল। অন্যদিকে ২৪ মার্চ ইউক্রেনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আনা একটি রেজুলেশনে ১৪০টি দেশ পক্ষে, পাঁচটি বিপক্ষে এবং ৩৮টি দেশ ভোট দানে বিরত ছিল।