এম.পি.সার্কেল, উদ্যোগ, উদ্যোক্তা ও গ্যালারী চক্র ডেক্স:
ব্যাংক ঋণের ১৮ কোটি টাকা পরিশোধ না করায় ব্যবসায়ী দম্পতির পাঁচ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯, মার্চ) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিজ্ঞ বিচারক মুজাহিদুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ব্যবসায়ী মো. শাহ আলম ও তার স্ত্রী আয়েশা বেগম। অর্থঋণ আদালতের ব্যঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে যে, নগরীর খাতুনগঞ্জ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় সদরঘাটের মেসার্স চট্টগ্রাম এগ্রো প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. শাহ আলম ও তার স্ত্রী আয়েশা বেগমকে পাঁচ মাস কারাদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে খেলাপি ঋণ আদায়ে অর্থঋণ জারি মামলা নম্বর— ১২৬/২০২১ দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। তাদের থেকে ১৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৭ টাকা পাওনা রয়েছে ব্যাংকের। দণ্ডিত দম্পতি আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।