1. mympcircle@gmail.com : Md. Jasemuddin : Md. Jasemuddin
  2. jasemruman@gmail.com : mpcircle :
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
‘এমপি সার্কেল’ সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'এমপি সার্কেল' এর 'সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যাংক একাউন্ট,  বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০' নম্বরের (পার্সোনাল) একাউন্ট এবং 'জাগো প্রতিদিন' নামীয় অগ্রণী ব্যাংকের চলতি হিসাবের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে 'এমপি সার্কেল' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'এমপি সার্কেল' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'এমপি সার্কেল' ও 'জাগো প্রতিদিন' কর্তৃপক্ষ।

শবে বরাতের রাতে গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী

  • প্রকাশকাল : শনিবার, ১৯ মার্চ, ২০২২

এম.পি. সার্কেল, সুশাসন ডেক্সঃ
গাজীপুরের শ্রীপুরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় শিহাব হোসেন নামে ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার পবিত্র শবে বরাতের রাতে আনুমানিক পৌনে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিহাব ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

স্থানীয়রা জানান, শবে বরাতের নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন শিহাব হোসেন। এ সময় একটি কিশোর গ্যাং চক্র চারটি মোটরসাইকেলযোগে এসে এলোপাতাড়িভাবে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন শিহাব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। শিহাব হোসেন উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

স্থানীয় পৌর কাউন্সিলর আলী আজগর বলেন, গুলিবিদ্ধ শিহাবকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরো লেখা

© একটি 'জাগো প্রতিদিন' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com